ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিলো বার্সেলোনা

    ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে (দুই লীগ মিলিয়ে ৪-০ গোলে) হারিয়ে ইউসিএলের সেমিফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোল করে দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি।

    প্রথম মিনিটেই এসেছিল সুযোগ। রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে মার্কাস র‌্যাশফোর্ডের চিপ শট ক্রসবারে চুমু খেয়ে চলে যায় বাইরে। পরের ১০ মিনিটে বার্সেলোনার রক্ষণে প্রবল চাপ তৈরি করে অতিথিরা।

    চতুর্থ মিনিটে রক্ষণের দুর্বলতায় বার্সেলোনার ডি-বক্সে ঢুকে পড়েন জেসে লিনগার্ড। এ যাত্রায় শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে স্টের স্টেগেন।

    দশম মিনিটে ইউনাইটেড ডি-বক্সে ফ্রেদের পায়ে লেগে ইভান রাকিটিচ পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পাল্টান তিনি।

    ষোড়শ মিনিটে ডান দিকে মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে এক জনকে কাটিয়ে কিছুটা আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

    গোলরক্ষক ডেভিড ডি গিয়ার অবিশ্বাস্য ভুলে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। নিজেদের সীমানায় ফ্রেড বল হারালে তা ধরে খানিকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্বল শট নেন মেসি। তাতে তেমন কোনো বিপদের শঙ্কা ছিল না। কিন্তু বল স্পেনের ডি গিয়ার হাতের নিচ দিয়ে চলে যায় গোললাইন পেরিয়ে।

    আসরে মেসির এটি সর্বোচ্চ দশম ও চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১১০তম গোল। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দাপটে দুই লেগ মিলিয়ে ৩-০ এগিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণও পেয়ে যায় বার্সেলোনা। চলতি মৌসুমে সব মিলিয়ে ৪৫ গোল করলেন মেসি।

    বিরতির ঠিক আগে আবারও মেসি-জাদু। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে ছুটলেন। দুজনকে কাটিয়ে ডি-বক্সে জর্দি আলবাকে দিলেন পাস। আর স্প্যানিশ এই ডিফেন্ডারের দূরের পোস্টে বাড়ানো ক্রসে সের্হি রবের্তোর নেওয়া শট দে হেয়ার মুখে লাগলে সে যাত্রায় কোনোমতে রক্ষা পায় অতিথিরা।

    ৬১তম মিনিটে কুটিনহোর দুর্দান্ত গোলে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। মাঝমাঠ থেকে মেসির ক্রস পেয়ে আলবা কাটব্যাক করেন। আর বল ধরে কয়েক পা এগিয়ে ডান পায়ের দূরপাল্লার বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

    নির্ধারিত সময়ের শেষ মিনিটে আলেক্সিস সানচেসের হেড টের স্টেগেন ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলে বড় ব্যবধানে হার নিয়ে ফেরে ইউনাইটেড। ইউরোপ সেরা প্রতিয়োগিতায় তাদের বিপক্ষে টানা চতুর্থ জয়ের আনন্দে মাঠ ছাড়ে বার্সেলোনা। সেই সঙ্গে প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের গেরো কাটে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

    ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে লিভারপুল ও পোর্তোর মধ্যে বিজয়ীদের বিপক্ষে। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতে এগিয়ে আছে ইয়ুর্গেন ক্লপের দল।

    বিএম/রনী/রাজীব