রাঙ্গামাটিতে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত ৭!

    বিএম ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটনায় অন্তত ৭ জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে প্রচার হলেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

    তবে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছিল, বুধবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্ধা ইউনিয়নের পিজক পাড়ায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রটি আরো জানায়, জেএসএস সংস্কারের একটি সশস্ত্র গ্রুপ তাদের প্রতি পক্ষ জেএসএস (সন্তু) গ্রুপের একদল সন্ত্রাসীর ওপর হামলা করতে গিয়ে নিজেরাই জেএসএস (সন্তু) গ্রুপের হামলার শিকার হয়েছে। এ সময় দুপক্ষ গুলি ছোড়লে ঘটনাস্থলে অন্তত ৭ জন নিহত হয়।

    তবে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক গণমাধ্যমকে বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

    রাজস্থলী থানার ওসি এসএম মাহাবুবুল আলাম জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে এখনো লাশ খুঁজে পাননি।

    বিস্তারিত আসছে………