লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র দীপ্ত শপথে অভিষেক

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন মহানগর শাখার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান পূর্ব লন্ডনের লি মেডিসন হলে অনুষ্ঠিত হয়ে গেল ।

    গত ২৩ এপ্রিল মঙ্গলবার অপরাহ্নে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস। পীর আবদুল কাইয়ুমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সরোয়ার জাহান।

    আগত অতিথিদের নিয়ে অভিষেক স্বরণিকা ‘র মোড়ক উম্মোচন করেন সংগঠনের যুক্তরাজ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ শেরদিল। এতে প্রধান অতিথি ছিলেন,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি জননেতা সুলতান মাহমুদ শরীফ।

    বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, হরমুজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ থেকে আগত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ যুক্তরাজ্যের আওয়ামী লীগ , যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

    অভিষেক অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল যুক্তরাজ্যের বিভিন্ন শহর, উপ শহর থেকে আগত প্রচুর নেতা কর্মীর উপচে পড়া ভিড়। অতিথিবৃন্দের বক্তব্যে প্রায় সমস্বরে নব নির্বাচিত সভাপতি শামসুদ্দিন তালুকদার শামসের মত নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর সৈনিক কে সভাপতি, সরোয়ার জাহানের মত সাবেক মেধাবী ছাত্রনেতাকে সাধারণ সম্পাদক নির্বাচন সহ কমিটির নেতৃবৃন্দের নতুনত্বের ভূয়সী প্রশংসা করেন।

    প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফ নব গঠিত কমিটিকে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর আশাবাদ ব্যক্ত করেন। দীপ্ত শপথে বলীয়ান হয়ে অভিষেক হয়ে গেল, এবার এগিয়ে যাবার পালা ।

    লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কমিটির মধ্যে সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস, সহ সভাপতি আখতার হোসেন বাবলু, মতিয়ার রহমান, নুরুল হক, সুহেল আহমেদ, খিজির আহমেদ, মুহিতুর রহমান খান (মুহিত ), আব্দুল মজিদ সিরাজ, মিজানুর রহমান সেবুল, সায়েদ আহমেদ শাহীন, সাজ্জাদুর রহমান, শরিফুজ্জামান শরীফ, শাহ শহীদ আলী, খালেদ সিকদার, শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন দিনার ।

    সাধারণ সম্পাদক সরোয়ার জাহান । যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান, সাহেল আহমেদ তপাদার, মোহাম্মদ সিনু মিয়া, রানা আবদুল্লাহ, রুহুল আমিন চৌধুরী।

    সাংগঠনিক সম্পাদক এম এ গণি, রাহেল সিরাজ, আবু ছলমান মুরাদ, জাহাঙ্গীর খান , আনহার আলী ইয়াকুব, সহ সাংগঠনিক সম্পাদক রুকন মিয়া, কামরান উদ্দিন কমর, মোহাম্মদ জিতু মিয়া, আছাওর আলী । প্রচার সম্পাদক সায়েক আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসফাকুর রহমান সোহেল, তথ্য ও প্রযুক্তি আব্দুল ওয়াহাব মনি, ইমিগ্রেশন – মোহাম্মদ ফারুক মিয়া , মানবাধিকার – শামীম মিয়া , শিক্ষা ও সংস্কৃতি সাজিদুর রশিদ , দপ্তর সম্পাদক – সিরাজুল ইসলাম। নির্বাহী সদস্য যথাক্রমে রুম্মান আহমেদ , বদরুজ্জামান চৌধুরী ঝুনা , আব্দুল আলিম , আজম আলী , আব্দুল আজিজ ( আরিজ মিয়া ) , আব্দুল আলিম ফয়সাল , এমদাদ আলী রতন , মোহাম্মদ সেলিম মিয়া , মীর মোহাম্মদ নেফুর মিয়া , সামছুল খান , লিটন আহমেদ চৌধুরী ।

    বিএম/রাজীব…