শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক গ্রেফতার

    স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

    কলম্বোর বোরেল্লা থানা পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একটি অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয় করুনারত্নের। আহত অবস্থায় অটোরিক্সার ড্রাইভারকে হাসপাতালে নেয়া হলেও, চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়া হয়।

    করুনারত্নেকে গ্রেফতার করে থানায় নেয়া হলেও, পরে জামিনে ছেড়ে দেয়া হয়। যদিও সোমবার তাকে আদালতে হাজিরা দিতে হবে। আদালতের রায় দেখেই, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

    সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেন করুনারত্নে। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে, লঙ্কান বোর্ড তাকে বিশ্বকাপেও নেতৃত্বভার দেয়ার কথা ভাবছে বলেও গুঞ্জন আছে। লঙ্কান জাতীয় দলের হয়ে ৬০টি টেস্টসহ ৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন করুনারত্নে।

    বিএম/রনী/রাজীব