শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত ১৩৭

    আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গীর্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৩৭  জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

    রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    আজ খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে। আর এদিনই পৃথক কয়েক জায়গায় এ হামলা চালানো হয়েছে।

    কলম্বোর জাতীয় হাসপাতালের পরিচালকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এছাড়াও ৩০০ জনের বেশি এ বিস্ফোরণে আহত হয়েছেন।

    খবরে বলা হয়েছে, কোচচিকাদো অঞ্চলের সেন্ট অ্যানথনি গীর্জা এবং কাটানার কাটুয়াপিটিয়ার কোটাহেনা ও সেন্ট সেবেস্টিয়ানস গির্জায় বিস্ফোরণ ঘটেছে।

    হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গীর্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গীর্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

    কলম্বো ন্যাশনাল হসপিটালের এককর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে।

    তবে আহতের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

    কলোম্বো পুলিশ বলছে, কারা এ বোমা হামলা করেছে তা এখনও পরিষ্কার নয়।

    বিএম/রনী/রাজীব