বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২৩ এপ্রিল

    বিএম ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে আগামী ২৩ এপ্রিল থেকে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত।

    সোমবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত কমিশনের ৪৭তম সভায় এই সিদ্ধান্ত হয়। ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি জানান, এবার ২০০১, ২০০২, ২০০৩ ও ২০০৪ সালের পহেলা জানুয়ারি জন্ম এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে ২০০১ ও ২০০২ সালের জানুয়ারিতে যাদের জন্ম, তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের শুধুমাত্র তথ্য সংগ্রহ করে রাখা হবে। পরবর্তীতে বয়স ১৮ বছর পূর্ণ হলে, তাদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হবে।

    ইসির এই যুগ্মসচিব জানান, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ বা তার আগে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার হিসেবে নিবন্ধন করা হবে।

    কমিশন জানিয়েছে, যারা এর আগে ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন এবং ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের হালনাগাদের সময় নতুন করে ভোটার হওয়ার দরকার নেই।

    নতুন ভোটার ও বাদপড়া ভোটারদের তথ্য সংগ্রহ করার সময় ভোটার তালিকা হতে নাম কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

    প্রায় দুই বছর পর ইসি ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করলো।

    বিএম/রনী/রাজীব