আবারও হারের বৃত্তে বন্দী সানরাইজার্স হায়দরাবাদ

    ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে হারার পর টানা কয়েকটি ম্যাচে জয় পেলেও আবারও হারের বৃত্তে বন্দী সানরাইজার্স হায়দরাবাদ।

    সোমবার (৮ এপ্রিল) চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২২তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

    চণ্ডীগড়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান জড়ো করে সাকিববিহীন হায়দরাবাদের একাদশ। ডেভিড ওয়ার্নারের ব্যাট চওড়া ছিল এই ম্যাচেও, যদিও অন্যরা ছিলেন নিষ্প্রভ। ব্যাটিং উদ্বোধনীতে নেমে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার।

    অন্যান্যদের মধ্যে বিজয় শঙ্কর ২৬, মানিশ পাণ্ডে ১৯ ও দীপক হুদা অপরাজিত ১৪ রান করেন।

    কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মুজিব উর রহমান, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৮ রানে ক্রিস গেইলকে হারাতে হলেও লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়ে বিপর্যয় ঘটতে দেননি।

    তবে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৫ রান করা আগারওয়াল বিদায় নিলে দ্রুত আরও দুটি উইকেট হারালে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক পাঞ্জাব। সেই চাপ সামাল দেন ওপেনার লোকেশ রাহুল। শেষ পর্যন্ত তিনি দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে ৭১ রান করেন তিনি।

    মোহাম্মদ নবীর করা শেষ ওভারের উত্তেজনা সামলে ১ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়লাভ করে কিংস ইলেভেন পাঞ্জাব।

    হায়দরাবাদের পক্ষে সন্দ্বীপ শর্মা শিকার করেন দুটি উইকেট।

    সংক্ষিপ্ত স্কোর

    হায়দরাবাদ ১৫০/৪ (২০ ওভার)
    ওয়ার্নার ৭০*, বিজয় ২৬
    শামি৩০/১,অশ্বিন৩০/১

    পাঞ্জাব ১৫১/৪ (১৯.৫ ওভার)
    রাহুল ৭১*, আগারওয়াল ৫৫
    সন্দ্বীপ ২১/২, রশিদ ২০/১

    ফল: পাঞ্জাব ৬ উইকেটে জয়ী।

    বিএম/রনী/রাজীব