নুসরাত হত্যার অন্যতম পরিকল্পনাকারী রানা রাঙ্গামাটিতে গ্রেফতার

    মোরশেদ রনী : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ইফতেখার উদ্দিন রানাকে (২৫) রাঙামাটি গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশন (পিবিআই)।

    পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনউদ্দিন জানান, শনিবার ভোর রাতে রাঙামাটি সদরের টিঅ্যান্ডটি আবাসিক এলাকার একটি বাসা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার হওয়া ইফতেখার উদ্দিন রানা ফেনীর সোনাগাজী উপজেলার চরগনেশ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

    পিবিআই কর্মকর্তা বলেন, প্রযুক্তির সহায়তায় গত বুধবার মধ্যরাতে রাঙামাটি শহরের টিএনটি একটি আবাসিক কোয়াটার থেকে রানাকে আটক করা হয়। নুসরাত হত্যাকাণ্ডের পর তিনি রাঙামাটির টিএনটিতে তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। পিবিআই প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    ওই কর্মকর্তা আরও বলেন, তদন্তে দেখা গেছে ইফতেখার উদ্দিন হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। হত্যাকাণ্ডের সময় পাহারা দেওয়ার কাজ করেছিলেন তিনি। মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে পাওয়া গেছে তার সম্পৃক্ততা।

    বিএম/রনী/রাজীব