প্রতিযোগিতা করে গাড়ী চালিয়ে রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

    বিএম ডেস্ক : রাজধানীর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ জানিয়েছে, ‘প্রতিযোগিতা করে’ চালানোর সময় স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে একাধিক যানবাহনের সংঘর্ষ হয়।

    আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, স্বাধীন পরিবহনের একটি বাসসহ একাধিক যানবাহনের সংঘর্ষ ঘটে। একে অপরকে পেছনে ফেলতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বাধীন পরিবহনের বাসটির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এতে একাধিক প্রাইভেটকারও ক্ষতিগ্রস্ত হয়।

    নিহতদের একজনের বয়স আনুমানিক ৬০, অপরজনের ২০। তবে নাম-পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- শরীফ (২০), নুর আলম (৩০) ও স্কুল ছাত্র আয়াত (১২)।


    রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, ‘বাসসহ অন্যান্য যানবাহনের প্রতিযোগিতার একপর্যায়ে দুর্ঘটনাটি ঘটে।’ তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে আছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।

    স্বাধীন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জহিরুল ইসলাম। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

    বিএম/রনী/রাজীব