নুসরাত হত্যা : ছাত্রদল কর্মী শাকিল আটক

    বিএম ডেস্ক : নুসরাত হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের দেয়া স্বীকারোক্তিতে শাকিল মাহমুদ ওরফে মহিউদ্দিন শাকিল নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে পিবিআই। শাকিল চরচান্দিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের ছেলে এবং ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী।

    বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফেনী শহরের পূর্ব উকিল পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শামীমের স্বীকারোক্তিতে শাকিলের নাম উঠে আসে। ঘটনার দিন শাকিল গেট পাহারার দায়িত্বে ছিল।

    উল্লেখ্য, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে যান। পরীক্ষার আগে তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

    সরাসরি কিলিং মিশনে অংশ নেয় পাঁচজন। তারা হলো- শাহাদাত হোসেন শামীম, জোবায়ের হোসেন, জাবেদ হোসেন, কামরুন নাহার মণি ও উম্মে সুলতানা পপি। এ ঘটনায় ৮ এপ্রিল রাতে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

    বিএম/রনী/রাজীব