অমিত মুহুরি হত্যার ঘটনায় রিপনকে আসামী করে মামলা দায়ের

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুই আসামীর মারামারিতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার অমিত মুহুরী নিহতের ঘটনায় রিপন নাথকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলার নাসির আহমেদ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

    বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কারা অভ্যন্তরে দুই আসামীর মারামারিতে অমিত মুহুরী নিহত হওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।

    উল্লেখ্য, বুধবার রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলে রিপন নাথ ও অমিত মুহুরির মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হয় একাধিক খুনের মামলার আসামী অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

    এদিকে নিহত কয়েদি অমিত মুহুরি যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় বাবরের অনুসারীরা মেডিকেলের ২৮ নম্বর ওয়ার্ডে ভাঙচুর চালায়।