কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ৩

    কক্সবাজারের সদর ও টেকনাফে পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

    সোমবার (১৩ মে) মধ্যরাতে বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- শহরের সৈয়দুল মোস্তফা ভুলু প্রকাশ ভূইল্যা, টেকনাফের শামলাপুর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ ও উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম।

    পুলিশের দাবি, নিহতরা মানব পাচারকারী ও শীর্ষ মাদক কারবারি।

    কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, সদর থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহরের শীর্ষ ইয়াবা পাচারকারী সৈয়দুল মোস্তফা ভুলু প্রকাশ ভূইল্যা নিহত হয়েছেন।

    সোমবার বিকেলে ভুলুকে কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে আটক করে পুলিশ। পরে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে ভুলুর সহযোগীদের বন্দুকযুদ্ধ হয়। এই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    এদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের সমুদ্র সৈকতে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হন। তারা মানবপাচারকারী চক্রের সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

    বিএম/রনী/রাজীব