কাপড়ের রংয়ে ইফতারি,কলার ডজন ৩০০ টাকা!

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাঠিরহাটের ধলই এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    এ সময় কাপড়ের রং দিয়ে জিলাপি, বেগুনি, পেঁয়াজু ও আলুুুর চপ তৈরির সময় এক দোকানিকে হাতেনাতে ধরা হয়।

    শুক্রবার (১০ মে) এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

    এই রং দিয়ে ইফতার বানানো হতো

    মো. রুহুল আমিন বাংলাদেশমেইল ডট টিভিকে বলেন, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কঠিরহাটের ধলইয় একটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাপড়ের রং দিয়ে জিলাপি, বেগুনি,পেঁয়াজু ও চপ তৈরির দায়ে বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    জব্দকৃত নিষিদ্ধ পলিথিন

    তিনি বলেন, অভিযানে নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ঘি বিক্রির দায়ে অন্য এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

    রোজার আগে বাজারে এক ডজন কলার দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা। অথচ দুই-এক দিনের মধ্যে তা বেড়ে হয়েছে ৩শ’ টাকা। ফলে যে কলাটি ৭-৮ টাকা দরে বিক্রি হতো , তা এখন কিনতে হচ্ছে রীতিমতো ২৫ টাকায়। অতিরিক্ত দামে কলা বিক্রির দায়ে কলা বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    বিএম/রনী/রাজীব