কৃষকের ধান কেটে দিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা

    রংপুরে দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়ে সহায়তা কার্যক্রম শুরু করেছে ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের নেতা-কর্মীরা।

    গতকাল রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্কুনি ইউনিয়নের মাধবপুর গ্রামে ধান কাটার মাধ্যমে তারা এ কার্যক্রম শুরু করেছে। বর্তমান বাজারে একমণ ধানের দাম ৫০০ টাকা। আর একজন শ্রমিকের একদিনের মুজুরি ৯০০ টাকা। ফলে ধানের বাম্পার ফলনের পরেও লাভের মুখ দেখছেন না কৃষকরা।

    তাই রংপুরের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্র ইউনিয়ন।

    রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শিহাব, সাংস্কৃতিক সম্পাদক দিপু সরকার, ক্রীড়া সম্পাদক আবির ইয়ামান, সদর উপজেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক নীরব সরকারসহ বেশ কয়েকজন নেতাকর্মী সদ্যপুস্কুনি ইউনিয়নের মাধবপুর গ্রামের দরিদ্র কৃষকের ধান কেটে দেন।

    আবু সালেহ মোহাম্মদ শিহাব বলেন, ‘একদিকে ধানের দাম কম, অন্যদিকে শ্রমিক সংকট। তাই দরিদ্র কৃষকদের কষ্ট কিছুটা লাঘব করতে ছাত্র ইউনিয়ন এই উদ্যোগ নিয়েছে।’

    বিএম/সোহেল রশীদ/রনী