পাকিস্তানের বিশ্বকাপ দলে আমির-রিয়াজ

    বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকে দুই পরিবর্তন করে বড় চমক দিয়ে নিজেদের চুড়ান্ত স্কোয়াড ঘোষনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন পেসার ওয়াহাব রিয়াজ, আসিফ আলী ও মোহাম্মদ আমির।

    আজ দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ইনজামাম উল হক এক সংবাদ সম্মেলনে এই ১৫ সদস্যের চুড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন।

    বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা পেসার ফাহিম আশরাফ ইংল্যান্ড সিরিজে আশানুরুপ বোলিং করতে না পারায় বাদ পড়েছেন তিনি। এছাড়াও বাদ পড়েছেন ব্যাটসম্যান আবিদ আলী ও বোলার জুনাইদ খান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন আসিফ আলী, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।

    এর আগে গত ১৯ এপ্রিল নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে আইসিসির নিয়মানুযায়ী আগামী ২৩ মে এর মধ্যে নিজেদের স্কোয়াডে চাইলে পরিবর্তন করতে পারবে যেকোন দেশ।

    পাকিস্তানের বিশ্বকাপ চুড়ান্ত দল:

    মোহাম্মদ হাফিজ,ইমাম-উল-হক, বাবর আজম, ফখর জামান,সরফরাজ আহমেদ (অধিনায়ক),হারিসসোহেল,শোয়েব মালিক, হাসান আলী, ইমাদ ওয়াসিম,আসিফ আলী,মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ওশাহীন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির।

    বিএম/রনী/রাজীব