বোয়ালখালীতে কটুক্তির প্রতিবাদ করায় হামলা, আহত ৭

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কটুক্তির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ৭জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে ৯ মে বৃহস্পতিবার উপজেলার পূর্ব গোমদন্ডী পালপাড়ার শিমুল পালের স্ত্রী তানিয়া পাল বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।

    পুলিশ জানায়, পূর্ব গোমদন্ডী পালপাড়ার বাসিন্দা মো.ইউছুপের সাথে প্রতিবেশিদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৮ মে বুধবার সন্ধ্যায় ইউছুপ প্রতিবেশি শিমুল পালের বসতঘরের সামনে এসে গালমন্দসহ নানা কটুক্তি করতে থাকে। এর প্রতিবাদ জানালে ইউছুপ ও তার ছেলেরা দা, কিরিচ ও লাটি নিয়ে হামলা চালিয়ে ৫ জনকে আহত করেন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার ও ইউছুপকে আটক করে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, বুধবার রাতে মারামারিতে আহত খোকন পাল (২৩), মনোতোষ পাল (৫০), রমা পাল (৪০), তানিয়া পাল (৩০), লক্ষ্মী পাল (৪২), জরিনা বেগম (৪৫) ও ঝিনু আকতার (২০) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মনোতোষ পালের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

    বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার এসআই পীযুষ চন্দ্র সিংহ বলেন, এ ঘটনায় আটককৃত মো. ইউছুপকে আদালতে সোর্পদের পাশাপাশি বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

    প্রসঙ্গত এলাকায় মো. ইউছুপ ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২১ এপ্রিল আইনপ্রয়োগ বিভিন্ন সংস্থা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন।

    বিএম/পুজন সেন/রাজীব..