রংপুরে প্রাণ-এসিআইসহ ৫ প্রতিষ্ঠানের পণ্য জব্দ

    নামিদামি প্রতিষ্ঠানের ৫২ ভেজাল পণ্য বাজার থেকে হাইকোর্টের প্রত্যাহারের নির্দেশ দেয়ার নয়দিন পর অবশেষে রংপুর মহানগরীতে অভিযান পরিচালনা করেছে বিএসটিআই। এসময় প্রাণ, এসিআই, সান- মোল্লা সল্ট ও ড্যানিশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ পণ্য জব্দ কর হয়।

    আজ রবিবার বিকেলে রংপুর সিটি বাজারের শতাধিক দোকানে এই অভিযান পরিচালনা হয়।

    এ সময় বাজারের ১৬টি দোকান থেকে পাঁচ প্রতিষ্ঠানের বিপুল পরিমাণের ভেজাল পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রাণের লাচ্ছা সেমাই, মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, সান ব্র্যান্ডের চিপস, প্রাণ ব্র্যান্ডের কারী পাউডার, এসিআইর আয়োডিনযুক্ত লবণ, ড্যানিশের গুঁড়া হলুদ জব্দ করা হয়।

    অভিযানের সময় বিএসটিআইর ফিল্ড অফিসারদেলোয়ার হোসেন, মেজবাহ-উল-হাসান, পরিদর্শক মিঠুন করিবাজ ও আহমেদ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ও সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হায়দার রানা সঙ্গে ছিলেন।

    বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের বিএসটিআইর পরিদর্শক অনিমেষ মজুমদার বলেন, হাইকোর্টের নির্দেশে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। নামিদামি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল পণ্য দ্রুত বাজার থেকে প্রত্যাহারে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

    বিএম/সোহেল/রনী