হাটহাজারীতে ৫০ বছর বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যমানের সরকারী জায়গা দখলমুক্ত করা হয়েছে।

    আজ রবিবার (৬ মে) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীনের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

    উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ইউএনও রুহুল আমিন

    নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বাংলাদেশ মেইল.টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের রঙিপাড়ায় ৫০ বছর ধরে বেদখলে থাকা দুই কোটি টাকা মূল্যের সরকারী জায়গা দখল করে রেখেছিল স্থানীয় আসধু লোকজন। আজ অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে জায়গাটি।

    তিনি বলেন,অন্যপাশে স্থানীয় কিছু মানুষের সরকারি ড্রেইন ব্যবহারের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছি। দেড় ফুট চওড়া ড্রেনের মধ্যে প্রায় গোটা দশেক টয়লেটের কানেকশান। সরাসরি ড্রেনের মধ্যে টয়লেটের লাইন ব্যবহার আগে চোখে পড়ে নাই। তাদের শুভ বুদ্ধির উদয় হোক।

    বিএম/রনী/রাজীব