সীতাকুণ্ডে প্রথম প্রহর ফাউন্ডেশন পাঠাগার উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সামাজিক সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশন এর উদ্যেগে পাঠাগার উদ্ভোধন করা হয়েছে।

    শুক্রবার (৩মে) বিকালে উপজেলার কলেজ রোডস্থ লিনাজিস আইটি সেন্টারে উক্ত পাঠাগারের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব,সংগঠক লায়ন গিয়াস উদ্দিন।

    সামাজিক সংগঠন প্রথম প্রহর অন্যান্য সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তরুন,যুবকদের মেধামনন আরো বিকশিত করার জন্য প্রথম প্রহর পাঠাগার গড়ে তুলে।

    উক্ত পাঠাগারে সীতাকুণ্ডের বিভিন্ন নবীন প্রবীন কবি ছাড়াও দেশ-বিদেশের বড় কবি, সাহিত্যিকদের বই পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ।

    প্রথমবারের মতো পাঠাগার স্থাপন করার জন্য বক্তারা সংগঠনকে সাধুবাদ জানান। সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিকের সভাপতিত্বে ও লিউ আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবাশীষ ভট্টাচার্য, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ বেলাল হোসেন, বিবর্তন ক্লাবের সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, বিশিষ্ট কবি, লেখক শুক্কুর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ফ.ম মফিজুর রহমান, লায়ন নবাব হোসেন মুন্না,সাংবাদিক ইউছুপ খান, শিক্ষক আবু জাফর সাদেক, কবি আতাউর আরিফ, লিনাজিস এর পরিচালক কে এস বি লিমন, লায়ন সাজ্জাদ হোসেন।

    বিএম/কামরুল/রাজীব