ঢাকা সিএমএইচে সফল কিডনি সংযোজন

    ঢাকার সিএমএইচে দ্বিতীয়বারের মতো দু’জন রোগীর শরীরে দুটি কিডনি সফলভাবে সংযোজন করা হয়েছে। ২৮ এপ্রিল হতে ৩০ এপ্রিল এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

    ভারতের কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠান IKDRC, Ahmedabad-এর ৬ সদস্যবিশিষ্ট টিমের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। যার নেতৃত্ব দেন প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদী।

    জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা ও সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

    ২০১৮ সালের ২৯ জুলাই হতে ৩ আগস্ট পর্যন্ত ট্রান্সপ্ল্যান্ট টিম এ কার্যক্রমের সূচনা করে। যার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আবারও ল্যাপারোসকোপিক পদ্ধতিতে দুটি কিডনি সফলভাবে সংযোজিত হল।

    ওই টিমের সদস্যদের সঙ্গে যৌথভাবে ঢাকা সিএমএইচের বিশেষজ্ঞ ইউরোলজি-নেফ্রোলজি টিমের সদস্যরা ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলামের নেতৃত্বে অংশ নেন।

    ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী, (কমান্ড্যান্ট, সিএমএইচ ঢাকা) জানান, অদূর ভবিষ্যতে লিভার, ফুসফুস, অগ্নাশয় ইত্যাদি সংযোজনের প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে।

    ৩০ এপ্রিল সিএমএইচ ঢাকার কনফারেন্স হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিষয়ক সাইনটিফিক সেমিনারে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল ফসিউর রহমানের উপস্থিতিতে প্রখ্যাত ভারতীয় ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদী ‘Cadaver Organ Transplantation : Overcoming Challenges and Personal Experiences’-এর ওপর একটি প্রেজেন্টেশন দেন।

    বিএম/রনী/রাজীব