চুয়েট ক্যাম্পাসে ১২ ফুট লম্বা অজগর

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে।

    সোমবার সকালে বিশ্ববিদ্যালয়টির খেলার মাঠ থেকে বৃহৎ এ অজগর সাপটি উদ্ধার হয়।  ধরা পড়ার আগে চুয়েট স্কুল এন্ড কলেজের ও চুয়েট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

    চুয়েট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার পথে শেখ রাসেল হলের সামনের খেলার মাঠে সাপটি দেখতে পেয়ে ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে ছুটে আসেন চুয়েটের নিরাপত্তা কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয়দের সহযোগীতা নিয়ে সাপটি তারা ধরে ফেলে।

    চুয়েটে কর্মরত সুব্রত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন ছাত্রের চিৎকার শুনে ছুটে এসে দেখি একটি ১২ ফুট লম্বা অজগর সাপ একে বেকে হাটছে। চুয়েটের নিরাপত্তা কর্মী ও স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে চুয়েট পুলিশ ফাড়িতে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় উদ্ধারকৃত সাপটি স্থানীয় একটি পাহাড়ে নিয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

    বিএম/হামজা/রাজীব..