রোজায় গরুর গোশতের কেজি ৫২৫, খাসির ৭৫০

    রোজা উপলক্ষে রাজধানীর বাজারে গোশতের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দেশি গরুর গোশত বিক্রি হবে প্রতিকেজি ৫২৫ টাকায় আর খাসি ৭৫০ টাকায়।

    সোমবার (৬ মে) দুপুরে নগর ভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে গোশতের দাম নির্ধারণ করেন মেয়র সাঈদ খোকন।

    নির্ধারিত দাম অনুযায়ী, এবার রমজানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় দেশি গরুর গোশত বিক্রি হবে প্রতিকেজি ৫২৫ টাকায়, যা গত বছর ছিল ৪৫০ টাকা। বিদেশি গরুর (বোল্ডার) গোশত বিক্রি করতে হবে প্রতিকেজি ৫০০ টাকা আর মহিষের গোশত বিক্রি করতে হবে প্রতিকেজি ৪৮০ টাকায়। খাসির গোশত বিক্রি করতে হবে প্রতিকেজি ৭৫০ টাকায়, ভেড়া বা ছাগির গোশত নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি ৬৫০ টাকায়। বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরেও সিটি করপোরেশনের নির্ধারিত দামে গোশত বিক্রি করতে হবে।

    বৈঠকে উপস্থিত মাংস ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তেই এই দাম নির্ধারণ করা হয়েছে।

    বৈঠক শেষে মেয়র সাইদ খোকন বলেন, নির্ধারিত দামের চেয়ে কোথাও বেশি দামে গোশত বিক্রি করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী গোশত বিক্রি করা যাবে।

    বিএম/রনী/রাজীব