বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটি আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ।

    মঙ্গলবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ এসব জঙ্গিকে আশ্রয় প্রশয় দেয় না। এ জন্য এ দেশে জঙ্গিরা কখনোই ঘাঁটি গাড়তে পারেনি। শ্রীলঙ্কাতে সিরিজ বোমা হামলার পর বাংলাদেশ সরকার জঙ্গি হামলার বিষয়ে সতর্ক রয়েছে। এদেশে জঙ্গিদের কোনো স্থান নেই।

    অনুষ্ঠান শেষে গত বছরের ৩০ এপ্রিল থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিবির হাতে আটক হওয়া ভারতীয় বিভিন্ন প্রকারের ২১ হাজার ৩২ বোতল মদ, ১ লাখ ৫৪ হাজার ৪০৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫৫ কেজি গাঁজা, ২ কেজি ৪৯৪ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৮০১ পিস ইয়াবা, ২ লাখ ৮৪ হাজার ৭৬৬ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ৪৪ হাজার ৫৮৩ প্যাকেট পাতার বিড়ি, ৫০০ কেজি ডলোমাইন পাউডার, ২৯ কেজি কার্বাইড, ৪ হাজার ৬২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ৪ কেজি জট তামাক ধ্বংস করা হয়।

    এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিওনের অতিরিক্ত মহাপরিচালক আইনুল মোর্শেদ খাঁন পাঠান, খুলনার সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক আরশাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

    বিএম/রনী/রাজীব