মালেয়েশিয়া পাচারের চেষ্টা : নারী পুরুষ ও শিশুসহ ৩৪ রোহিঙ্গা উদ্ধার

    কক্সবাজার প্রতিনিধি : সাগরপথে মধ্যরাতে কক্সবাজার থেকে মালেয়েশিয়া পাচারের লক্ষ্যে জড়ো হয়েছে একদল রোহিঙ্গা। যেখানে রয়েছে নারী পুরুষের পাশাপাশি শিশুরাও। এমন গোপন সংবাদে জেলা শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালায় পুুুলি।

    তবে পুলিশের অভিযানের খবর আগে থেকে জানতে পেরে দালাল চক্রের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার জানান, পাচারের উদ্দ্যেশে অপেক্ষমান থাকা ১১ জন রোহিঙ্গা পুরুষ, ১৫ জন নারী এবং আটজন শিশুকে উদ্ধার করা হয়েছে।

    তিনি বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে নিয়ে মালেয়েশিয়া পাচারের উদ্দ্যেশ্যে জড়ো করেছিল। বর্তমানে সবাই থানা হেফাজতে

    আছে। পরে যাচাই বাচাই প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ওসি।

    বিএম/ইসলাম/রাজীব..