লালদিঘীতে ৫টি চোরাই মোবাইলসহ পেশাদার চোর গ্রেফতার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘী পাড় থেকে শহীদ নামে পেশাদার এক মোবাইল চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেয়া তথ্যমতে নতুন আদালত ভবনের আউটার রোড পানির হাউজের পাশে অস্থায়ী একটি বসতঘর থেকে ৫টি চোরাই মোবাইল উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতার চোরের পুরো নাম শহীদুল ইসলাম প্রকাশ শহীদ (৩২)। সে বাঁশখালী উপজেলার কাটুরিয়া হাসানের বাড়ির শাহ আলমের ছেলে।

    কোতায়ালি থানার ওসি মো.মোহসিন জানান, শহীদ পেশাদার চোর। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মোবাইল ফোন চুরি আসছে। বুধবার ভোররাতে আদালত ভবনের পুলিশ ব্যারাক এবং তার পাশের একটি চায়ের দোকান থেকে ৬টি মোবাইল চুরি করে আত্মগোপন করার চেষ্টা করে।

    একই দিন সকালে পুলিশ কনস্টেবল লিটন দাশ এ বিষয়ে কোতায়ালি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই চোর শহীদকে সনাক্ত করে লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় ৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    গ্রেফতার শহীদ স্বীকারোক্তিতে সব স্বীকার করে নিয়েছে উল্লেখ করে শহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মো.মোহসিন।

    বিএম/রাজীব..