লেস্টারে শেষ দিনের মতো অনুশীলন করলো বাংলাদেশ দল

    শেষ দিনের মতো বুধবার লেস্টারের গ্রেস রোড ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মাশরাফি-তামিম ছাড়া উপস্থিত ছিলেন স্কোয়াডে থাকা ১৩ ক্রিকেটারই। অনুশীলন শেষে আজই কার্ডিফের উদ্দেশ্যে রওনা হবে দলের সকলেই৷ সেখানে চারদিনের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্পে আবারো অনুশীলন করবেন ১৫ ক্রিকেটার।

    ইংল্যান্ডে এর আগের দুই দিন ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত ছিলেন সাকিব, মুশফিকরা। তবে আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগের দিন বিশ্রামেই কাটিয়েছে টাইগার স্কোয়াড। বিশ্বকাপের আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন দশ দলের অধিনায়ক। সেখানে যোগ দেওয়ার পর কালই কার্ডিফ পৌঁছাবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী। সে লক্ষ্যে ছুটি কাটিয়ে ইতোমধ্যেই আজ সকালে দেশ ত্যাগ করেছেন তিনি।

    দুবাই ছেড়ে টাইগার ওপেনার তামিমও দলের সঙ্গে যোগ দেবেন কার্ডিফে। ওইদিন থেকেই আইসিসির প্রটোকলে চলে যাবে পুরো দল। নেবে বিশ্বকাপ আয়োজক দেশের আতিথেয়তা। ত্রিদেশীয় সিরিজ শেষ করে দুবাই বেড়াতে যাওয়া তামিম ইকবাল কার্ডিফে দলের সঙ্গে যোগ দেবেন বৃহস্পতিবার।

    বিশ্বকাপের আগে ২৬মে ভারত এবং ২৮মে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ জুন ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

    বিএম/রনী/রাজীব