আত্মহত্যা করেছে সরকারি সিটি কলেজের ছাত্র ইফতেখারুল

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম (১৮)।

    আজ শুক্রবার (২১ জুন) সকাল ৭টার দিকে নগরীর সদরঘাট থানাধীন ৭০ নম্বর রোডের হুমায়ুন ভবন থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইফতেখারকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ইফতেখার ওই এলাকার এমদাদুল ইসলামের ছেলে। তিনি সরকারি সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে সদ্য সম্পন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ঘরে গলায় ফাঁস দেয় ইফতেখারুল ইসলাম চৌধুরী। সকাল ৭টার দিকে তাকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    বিএম/রাজীব সেন..