আমিত মুহুরী হত্যার আসামী রিপন ৫ দিনের রিমাণ্ডে

    অমিত মুহুরী

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইটের আঘাতে শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী হত্যা মামলার একমাত্র আসামী রিপন নাথের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ সোমবার (০৩ জুন) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। আমিত মুহুরী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর আব্দুল আজিজ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, রিমান্ড সংক্রান্ত আদালত থেকে জেলখানায় আর্ডার সিট যাবে। জেল কর্তৃপক্ষ আমাদের দিবে তারপর আমরা সিদ্ধান্ত নেব কখন রিপন নাথকে রিমান্ডে নেবো। তবে হয়তো ঈদের পর রিমাণ্ডে নেবো।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামি রিপন নাথের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

    উল্লেখ্য গত বুধবার (২৯ মে) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সেলের মধ্যে কয়েদি রিপন নাথেরে ইটের আঘাতে গুরুত্বর আহত হন সন্ত্রাসী আমিত মুহুরী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারী বিভাগে ভর্তি করলে রাত একটার দিকে তার মৃত্যু হয়।

    এ ঘটনার পরদিন রিপন নাথকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ। মামলায় এজাহারে নাসির আহমেদ উল্লেখ করেন- হাজতি রিপন নাথ অর্ধ ভাঙা একটি ইট দিয়ে অমিত মুহুরীর মাথায় আঘাত করতে থাকে। গুরুতর আহত অমিত মুহুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় সে।’

    অভিযুক্ত রিপন নাথ সীতাকুণ্ড উপজেলার ফেদাই নগর হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে। সে কয়েকমাস আগে নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি গার্মেন্টস কারখানায় প্রবেশ করে কর্মকর্তা ও বায়ারদের জিম্মি করে রাখার ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে।

    বিএম/রাজীব..