কালিগঞ্জে বজ্রপাতে নবদম্পতিসহ নিহত ৪

    কিশোরের মৃত্যু

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্ত ইউনিয়ন বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এরমধ্যে নব দম্পতি ও আপন ভাই রয়েছেন। এছাড়া মাঠে গরু আনতে যেয়ে নিহত হয়েছেন আরেকজন।

    আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহতরা হচ্ছেন রতনপুরের গড়–ইমহল গ্রামের আদম গাজীর বড় পুত্র আলামিন (২৪), ছোট পুত্র রবিউল ইসলাম (২০), আলামিনের নববিবাহিত স্ত্রী সাবিনা পারভিন (১৮) ও পার্শ্ববর্তী বিজয়নগর গ্রামের হাতেম গাজীর পুত্র মুনছুর গাজী (৫৫)।

    রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম খোকন জানান, বৃষ্টি ও প্রচন্ড বজ্রপাত শুরু হওয়ায় গড়ুইমহল গ্রামের আদম গাজীর দুই পুত্র আলামিন, রবিউল এবং পুত্রবধু সাবিনা বাইরের কাজ ফেলে রেখে ঘরের বারন্দায় বসে গল্প করছিল। এসময় তাদের ঘরে বজ্রপাত পড়লে তারা তিনজনই ঘটনাস্থলে নিহত হন।

    তিনি আরো জানান, আলামিনের সাথে সাবিনার গত ৫ মাস পূর্বে বিয়ে হয়। নিহত নববধু সাবিনা একই গ্রামের হানিফ কয়ালের কন্যা। অপরদিকে আজ বেলা ১১ টার দিকে একই ইউনিয়নের বিজয়নগর গ্রামের হাতেম গাজীর পুত্র মুনছুর গাজী মাঠে গরু আনতে যেয়ে বজ্রপাতে নিহত হয়। এসময় দুইটা গরুও মারা যায়।

    কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    বিএম/এমআর