ঘুরে দাড়ানোর লড়াইয়ে উইন্ডিজদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে আফ্রিকা

    ঘুরে দাড়ানোর লড়াইয়ে উইন্ডিজদের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করবে দক্ষিণ আফ্রিকা। সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।

    নামের সঙ্গে চোকার্স শব্দটা আলগা হচ্ছে না প্রোটিয়াদের। এবারে ইংল্যান্ড বিশ্বকাপে এরই মধ্যে খেলে ফেলেছে তিনটা ম্যাচ, ম্যাচ ফলাফলে জয় লেখা হয়নি নামের পাশে। দাপুটে ক্রিকেট খেলে বছর ধরে ওয়ানডে রেনকিংয়ের ওপরের দিকে থাকলেও বিশ্বকাপের মঞ্চেই ঠিকঠাক ক্রিকেটটা এবারও খেলতে পারছে না দক্ষিণ আফ্রিকা।

    অন্যদিকে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পরের ম্যাচে চাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হারলেও রোমাঞ্চকর ক্রিকেটে খেলে ক্যারিবীয়রা। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নিজেদের সোনালী সময়ে ফিরতে চায় আবার।

    এর আগে বিশ্বকাপের মঞ্চে ছয়বার মুখোমুখি হয়েছে দুদল। চার জয় দক্ষিণ আফ্রিকার , ২ ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

    এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছি দুদলই। উইন্ডিজ একাদশে লুইস-রাসেলের পরিবর্তে ফিরেছেন ব্রাভো ও কিমার রোচ। অন্যদিকে আফ্রিকার একাদশে ফিরেছেন বেইরন জেনড্রিক্স ও এইডেন মার্করাম।

    ওয়েস্ট উইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কিমার রোচ, ওশান থমাস।

    দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।

    বিএম/এমআর