চসিক চালকের মরদেহ উদ্ধার

    নগরীর সাগরিকা টোল রোড এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর এক চালকের লাশ উদ্ধার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

    উদ্ধার করা চালকের নাম মুহাম্মদ আবুল হোসেন (৪৫) ‍তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

    আবুল হোসেনের আত্মীয় আমজাদুল হক মিলন জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়িচালক আবুল হোসেন গত ২৫ জুন (মঙ্গলবার) থেকে সকাল সাড়ে ১১টার দিকে অফিসে যাওয়ার কথা বলে গাড়ির চাবি নিয়ে লালখান বাজার এলাকার বাসা থেকে বের হন আবুল।

    এছাড়া সাগরিকা এলাকায় সমিতি থেকে নেয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক দুশ্চিন্তায় ছিলেন। দুপুর থেকেই তার মোবাইল ফোনের সংযোগ বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় পুলিশের মাধ্যমে খবর পেয়ে পাহাড়তলী থানায় গিয়ে এম্বুলেন্সে থাকা লাশ শনাক্ত করা হয়। লাশের চোখে–মুখে রক্ত দেখা গেছে বলেও জানান তিনি।

    পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, সাগরিকা টোল রোডের পাশ থেকে বুধবার আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে রাতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

    বিএম/এমআর