জাপানকে উড়িয়ে দিল চিলি

    গত দুইবারের চ্যাম্পিয়ন তাঁরা। চিলি তাদের এবারের মিশনও শুরু করল দারুণভাবেই। এডুয়ার্দো ভারগাসের জোড়া গোল ও অ্যালেক্সিস সানচেজের গোলে জাপানকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েই শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

    ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণে চিলি রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল জাপানিজরা। প্রথম সুযোগটাও এসেছিল জাপানের সামনেই। ৯ মিনিটের মাথায় শোয়া নাকাজিমার শট ঠেকিয়ে দেন চিলি গোলরক্ষক আরিয়াস। তিন মিনিট পর নাওমিচি উয়েদাকেও হতাশ করেন তিনি। প্রথমার্ধের একবারে শেষ মুহূর্তে চিলিকে এগিয়ে দেন এরিক পুলগার। ৪৪ মিনিটে চার্লেস আরানগুইজের ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান পুলগার। বিরতির ঠিক কয়েক সেকেন্ড আগে চিলির লিড বাড়াতে পারতেন সানচেজ, তাঁর হেড বাঁচিয়ে দেন জাপান কিপার ওসাকো।

    দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের দারুণ এক শটে ওসাকোকে বোকা বানান ভারগাস। ৭৩ মিনিটে পেদ্রো ফুয়েন জালিদা ম্যাচের তৃতীয় গোল পেতে পারতেন, তাঁর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওসাকো। ৮২ মিনিটে সানচেজকে আটকাতে পারেননি তিনি। আরানগুয়েজের ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান সানচেজ। জাতীয় দলের হয়ে পাঁচমাস পর গোলের দেখা পেলেন তিনি।

    পরের মিনিটেই সানচেজের অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ভারগাস। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট আটকাতে পারেননি ওসাকো। ৯৪ মিনিটে জুনিয়র ফার্নান্দেজের শট ওসাকো না ঠেকালে জাপানের হারের ব্যবধানটা আরও বাড়তে পারত।

    জাপান- ০
    চিলি- ৪ (এরিক পালগার- ৪১’, এদুয়ার্দো ভারগাস- ৫৪’, ৮৩’, অ্যালেক্সিস স্যাঞ্চেজ- ৮২’)

    বিএম/এমআর