টেলএন্ডারদের দৃঢ়তায় আফ্রিকার সংগ্রহ ২২৭

    শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ার পর টেলএন্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং, জিততে হলে ভারতকে করতে হবে ২২৮ রান।

    সাউদাম্পটনের দ্য রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন ক্রিস মরিস। ভারতের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ৪টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, ভুবনেশ্বর কুমার ২টি ও কুলদীপ যাদব ১টি করে উইকেট শিকার করেছেন।

    টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান হাশিম আমলা। দলীয় ২৪ রানে কুইন্টন ডি ককও ফিরে যান স্লিপে ক্যাচ দিয়ে। দুজনকেই ফেরান জ্যাসপ্রীত বুমরাহ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। দলীয় ১০০ রানের মধ্যে তারা পাঁচটি উইকেট হারিয়ে ফেলে।

    পরে টেলএন্ডার ব্যাটসম্যান আন্দিল ফেলুকায়ো, ক্রিস মরিস ও কাগিসো রাবাদার দৃঢ়তায় মোটামুটি একটা স্কোর দাঁড় করাতে সক্ষম হয় প্রোটিয়ারা। ফেলুকায়ো ৩৪ রান করেন। ৩১ রান করে অপরাজিত থাকেন রাবাদা।

    বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। এর আগে তারা ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানে ও বাংলাদেশের বিপক্ষে ২১ রানে হারা। অন্যদিকে, এবারের বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত।

    সংক্ষিপ্ত স্কোর

    দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২২৭/৯ (৫০ ওভার)

    (হাশিম আমলা ৬, কুইন্টন ডি কক ১০, ফাফ ডু প্লেসিস ৩৮, ভ্যান ডের ডুসেন ২২, ডেভিড মিলার ৩১, জেপি ডুমিনি ৩, আন্দিল ফেলুকায়ো ৩৪, ক্রিস মরিস ৪২, কাগিসো রাবাদা ৩১*, ইমরান তাহির ০; ভুবনেশ্বর কুমার ২/৪৪, জ্যাসপ্রীত বুমরাহ ২/৩৫, হার্দিক পান্ডিয়া ০/৩১, কুলদীপ যাদব ১/৪৬, যুজবেন্দ্র চাহাল ৪/৫১, কেদার যাদব ০/১৬)।

    বিএম/এমআর