নিউজিল্যান্ডের বিপক্ষে আফ্রিকার সংগ্রহ ২৪১ রান

    নিউজিল্যান্ডের বিপক্ষে আফ্রিকা ২৪১ রান সংগ্রহ

    বার্মিংহামে বিশ্বকাপের ২৫তম ম্যাচে নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

    বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বুধবার (১৯ জুন) প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়ায় ২৪১ রান।

    বৃষ্টির কারণে সময়ক্ষেপণে এদিন ইনিংসের দৈর্ঘ্য ধার্য করা হয় ৪৯ ওভার। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর আরেক ওপেনার হাশিম আমলা ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন।

    তবে ডু প্লেসিসের সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটে দলীয় ৫৯ রানে, ২৩ রান করে সাজঘরে ফিরলে। এরপর অ্যাইডেন মারক্রাম সঙ্গ দেন আমলাকে। তবে দলীয় ১১ রানে আমলাই ফেরেন সাজঘরে। তার আগে অবশ্য পূর্ণ করেন হাফ-সেঞ্চুরি। ৮৩ বলের মোকাবেলায় ৪টি চার হাঁকিয়ে করেন ৫৫ রান।

    আমলার বিদায়ের পর মারক্রামও ৩৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান রাসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার।

    পঞ্চম উইকেটে দুজনে গড়েন ৭২ রানের পার্টনারশিপ। ৩৭ বলে ৩৬ রান করে মিলার আউট হলে ভাঙে সেই জুটি। শূন্য রানে আউট হন অ্যান্ডিলে ফেসুকায়োও। তবে রানের গতি সাধ্য অনুযায়ী বাড়ানোর চেষ্টা চালিয়ে যান ডুসেন।

    শেষপর্যন্ত নির্ধারিত ৪৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২৪১ রান। ডুসেন ৬৭ রান করে অপরাজিত থাকেন, ৬৪ বল খেলা যে ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।

    নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন একাই শিকার করেন তিনটি উইকেট।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: নিউজিল্যান্ড

    দক্ষিণ আফ্রিকা ২৪১/৬ (৪৯ ওভার)
    ডুসেন ৬৭*, আমলা ৫৫, মারক্রাম ৩৮, মিলার ৩৬
    ফার্গুসন ৫৯/৩, গ্র্যান্ডহোম ৩৩/১

    জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২৪২ রান।

    বিএম/এমআর

    আরো খবর:: ব্রাজিলকে রুখে দিলো ভেনেজুয়েলা