প্রোটিয়াদের সাথে ১২৫ রানে গুটিয়ে গেছে আফগানরা

    কার্ডিফে আজ দক্ষিণ আফ্রিকান বোলাররা যেনো আহত বাঘ। হারতে হারতে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে নেমেছে আফগানিস্তানের বিপক্ষে। তবে শেই শঙ্কাই যেনো শক্তি হয়ে দাঁড়িয়েছে রাবাদা, ক্রিস মরিস, ইমরান তাহিরদের জন্য। যেনো বলতে চাইলেন, আর না! অনেক হয়েছে। এবার সামর্থ দেখানোর পালা।

    বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানদের তারা গুটিয়ে দিয়েছে মাত্র ১২৫ রানে। বৃষ্টির বাগড়ায় ওভার কমানো হয়েছে আগেই। কার্টেল ওভারে এখন দুই দল ৪৮ ওভার করে খেলবে।

    টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি আফগানদের। ওপেনার হজরতুল্লাহ জাজাই ২২ রানে ফেরেন। রহমত শাহ ৬ রানে ফিরে গেলেও ব্যাট করছিলেন আরেক ওপেনার নুর আলী জাদরান। বৃষ্টির পর ফিরেই হাশমতুল্লাহ শহীদিকে তুলে নিয়েছেন ফেলুকাওয়ায়ু। এর পরপরই নুর আলীকে বিদায় করেন ইমরান তাহির। এরপর রশিদ খানের ২৫ বলে ৩৫ রান ছাড়া আর কেউই দুই অংক ছুঁতে পারেননি।

    প্রোটিয়াদের হয়ে চরটি উইকেট তুলে নেন ইমরান তাহির। তিনটি উইকেট গেছে ক্রিস মরিসের ঝুলিতে।

    স্কোর:
    আফগানিস্তান ১২৫/১০ (৩৪.১)
    হজরতুল্লাহ জাজাই ২২ (২৩)
    নুর আলী জাদরান ৩২ (৫৮)
    রহমত শাহ ৬ (২২)
    হামমতুল্লাহ শহীদি ৮ (২২)
    আসগর আফগান ০ (২)
    মোহাম্মদ নবী ১ (২)
    ইকরাম আলী খিল ৯ (৩৩)
    গুলবাদিন নাইব ৫ (১১)
    রশিদ খান ৩৫ (২৫)
    হামিদ হাসান ০ (৩)
    আফতাম আলতম ০* (১)

    বোলার
    কেগিসো রাবাদা ৮-১-৩৬-১
    ব্যুরান হেন্ড্রিকস ৫-১-২৫-০
    আন্দিলে ফেলুকাওয়ায়ু ৮-১-১৮-২
    ক্রিস মরিস ৬.১-২-১৩-৩
    ইমরান তাহির ৭-০-২৯-৪

    বিএম/এমআর