ফটিকছড়িতে গোসল করতে নেমে শিশুসহ ৩ জনের মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজারের ফেনী নদীতে গোসল করতে নেমে ৭ বছরের এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। নদীতে নিখোঁজ হওয়ার প্রায় চার ঘন্টা চেষ্টার পর তিনজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

    এর আগে আজ ১৩ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্ডার এলাকার ফেনী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই এলাকার রামগড় গ্রামের দুই সহোদর ভাই ও ৭ বছরের এক শিশু।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে নেমে পড়ে নদীতে। তাদের প্রায় চার ঘন্টা সময় চেষ্টার পর বিকাল ৫টায় তিন জনের লাশ উদ্ধার করেন।

    উদ্ধারকৃত লাশের মধ্যে ৭ বছরের শিশুর নাম তৌহিদুল আলম সাইফ। তিনি রাউজান উপজেলার পূর্ব হলদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। তাছাড়া প্রায় একই সময়ে বাগান বাজার ইউপির পুরাতন রামগড় গ্রামের বোরহান উদ্দিন এর দুই পুত্র ও শিশু সাইফের খালাতো ভাই মুহাম্মদ জুবায়ের হোসেন (১৪) এবং মুহাম্মদ আজাহার (১২)।

    এ ব্যাপারে বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী বলেন, দুপুরে বাগান বাজার ১ নং ওয়ার্ডের বর্ডার এলাকার ফেনী নদীতে গোসল করতে গিয়ে এক শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।

    তিনি জানান, গোসল করার সময় তারা নিজেদের অজান্তেই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পরেও গোসল শেষে ঘরে ফিরে না আসায় বাড়ীর লোকজন তাদেরকে খুঁজতে থাকে। এক পর্যায়ে নদীর ঘাটে গিয়ে তাদের কাপড় চোপড় পেলেও তাদেরকে না পেয়ে পার্শ্ববর্তী রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় চার ঘন্টা চেষ্টার পর তিনজনের লাশ উদ্ধার করে।

    বিএম/রাজীব..