সিভিল সার্জনের ঝটিকা সফর
    বদলে গেছে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র : জনমনে স্বস্তি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর ঝটিকা সফরে গিয়ে অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশের পর হঠাৎ পাল্টে গেছে চিত্র। হাসপাতালের বহির্বিভাগে এমন চিত্র অনেকদিন দেখেননি বলে জানান স্থানীয় এলাকাবাসী ও চিকিৎসা নিতে যাওয়া রোগীরা।

    সকাল ৮টায় চালু হচ্ছে বহির্বিভাগ। নিয়মিত উপস্থিত থেকে রোগী দেখছেন চিকিৎসকরা। নার্স-আয়া সাধ্যমতো আন্তরিক সেবা দিচ্ছেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসক ও নার্সদের সেবা পাওয়ার কথা শোনা গেছে। গত দুই দিনে সত্যিকারের চিকিৎসা নিরাময় কেন্দ্রে পরিণত হয়েছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    ৫০ শয্যার সরকারী এই হাসপাতালের বিভিন্ন অনিয়মসহ ডাক্তার, নার্সদের বিরুদ্ধে এখানকার বাসিন্দদের অভিযোগের শেষ ছিলনা। এছাড়া উক্ত হাসপাতালের গুরুত্বপূর্ণ বেশকিছু যন্ত্রপাতি নষ্ট কিংবা না থাকায় চিকিৎসা সেবা পেতে মানুষের ব্যাঘাত ঘটতো।

    গত রোববার (৯ জুন) সকালে হাসপাতালটিতে হটাৎ ঝটিকা অভিযানে গিয়ে বহির্বিভাগ চিকিৎসক শূন্য পান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। এছাড়া এখানকার অনিয়মগুলো নিতে নিজ চোখে দেখে ক্ষোভ প্রকাশ করেন।

    এরপর সিভিল সার্জন প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। এরপরদিন থেকে পুরো হাসপাতালের চিত্র পাল্টে যায়। ঠিক সময়ে বর্হিবিভাগে রোগী দেখছেন ডাক্তাররা।

    এবিষয়ে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, গত দুদিন হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবেদন জমা দিচ্ছেন। পরিদর্শনের পর হাসপাতালটির সেবায় গতি ফিরেছে।

    এদিকে সিভিল সার্জন এর হাসপাতাল পরিদর্শনের সংবাদটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যার কিছুটাও সমাধান হবে বলে মন্তব্য প্রকাশের পর হাসপাতালের চিত্র পাল্টে যাওয়ায় সিভিল সার্জনকে সাধুবাদ জানান। বর্তমান স্বাস্থ্য সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় রোগীরা।

    আরো খবর পড়ুন : সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ সিভিল সার্জন : ধরা পড়ে নানা অনিয়ম

    বিএম/কামরুল/রাজীব..