বিক্ষোভে উত্তাল হংকং, অংশ নিয়েছে ২০ লাখ মানুষ

    বিক্ষোভে উত্তাল হংকং

    বিতর্কিত অপরাধী প্রত্যর্পণ বিল স্থায়ীভাবে বাতিলের দাবিতে হংকংয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রায় ২০ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে।

    সোমবার (১৭ জুন) তারা হংকং গভর্নর হাউসের কাছে পৌঁছে অবস্থান কর্মসূচিতে বসেছে।

    হংকং সরকারের পক্ষ থেকে বিতর্কিত বিলটি আপাতত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে তার পরও বিক্ষোভকারীরা হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যামের পদত্যাগ দাবি করেছেন।

    হংকংয়ের রাজপথে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেটও ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। তবে তাদের বিক্ষোভ এখনো থামেনি।

    মূলত এই বিক্ষোভ চীনা শাসনের বিরুদ্ধে। বহুদিন ধরেই হংকংয়ের মানুষ চীনের শাসন থেকে মুক্তি চাচ্ছে। অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে সে আন্দোলন বেগবান হয়। ধারণা করা হচ্ছে সামনে আরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেবে।

    এদিকে, ক্যারি ল্যামের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীনের হংকং ও ম্যাকাওবিষয়ক কর্তৃপক্ষ। তারা বলেছেন, হংকং সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান দিয়ে বিলটি সাময়িকভাবে স্থগিত করা নিয়ে তাদের মধ্যে বোঝাপড়া হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি বিলটি যেন স্থায়ীভাবে বাতিল করা হয়।

    বিএম/এমআর

    আরো খবর:: আল আকসা মসজিদে আগুন (ভিডিও)