বেকারদের জন্য চমক ‘স্টার্টআপ’

    প্রস্তাবিত ২০১৯-২০২০ বাজেটে বেকারদের জন্য বিশেষ চমক রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

    তিনি বৃহস্পতিবার সংসদে এই বাজেট উপস্থাপন করে বক্তব্য দেন।

    সেখানে অর্থমন্ত্রী শিক্ষিত বেকারদের ঋণ সুবিধার জন্য স্টার্টআপ ফান্ডের কথা উল্লেখ করেন। এই ফান্ড থেকে স্বল্পসুদে সহজ শর্তে ঋণ নিয়ে ব্যবসা কবতে পারবেন বেকাররা।

    এ ছাড়া তিনি ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক প্রস্তাবিত বাজেটে কিছু নতুন উদ্যোগের কথাও জানান।

    এগুলোর মধ্যে রয়েছে- কৃষকের জন্য ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে শস্যবীমা চালু। এ প্রজেক্টের আওতায় প্রাথমিকভাবে বেছে নেয়া হবে একটি জেলাকে। পরবর্তীতে এটি সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।

    প্রবাসীদের জন্য বীমা সুবিধাও অন্যতম নতুন উদ্যোগ। বর্তমানে বিদেশে ৭০-৮০ লাখ প্রবাসী অবস্থান করছেন। আর প্রতিবছর নতুন করে দেশের বাইরে চাকরিতে যাচ্ছেন ৫-৭ লাখ মানুষ। এদের জন্যই বীমা সুবিধা চালু প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।

    বিএম/এমআর