ফটিকছড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ : আহত যুবক চমেকে ভর্তি

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবকের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১১টায় হামলার উপজেলার উত্তর ধুরুংস্থ ফায়ার সার্ভিসের উত্তর পাশে হামলার ঘটনাটি ঘটে।

    হামলায় গুরুতর আহত যুবকের নাম জুয়েল হোসেন রনি। তিনি সিটিজি অনলাইন টিভি নামক একটি গণমাধ্যমে কর্মরত বলে জানা গেছে।

    আহত জুয়েল বলেন, সকালে তার বাড়ির নিজস্ব জমিতে মাটি ভরাট করার সময় পেছন থেকে কাউসার, মো. শওকত, মামুন উদ্দিন, জসীম উদ্দিনসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে। এসময় তাদের হাতে থাকা লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম হয়। হামলাকারীরা নির্মানসামগ্রী লুটপাট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

    স্থানীয়রা এর সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় আহত রনিকে উদ্ধার করে ফটিকছড়ি সদরে ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এ ঘটনায় উল্লেখিত হামলাকারীদের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

    বিএম/রাজীব..