দুর্দান্ত শুরু করেও শ্রীলঙ্কা বড় পরাজয়,পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া

    শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। কেনিংটন ওভালে লঙ্কানদের তারা হারিয়েছে ৮৭ রানে।

    বিশাল টর্গেট মাথায় নিয়েও শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার দিমুথ করুনারত্মে এবং কুশাল পেরেরা। দলের রান যখন ১১৫ তখন প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫২ রানে স্টার্কের বলে বোল্ড হন কুশাল। এরপরেও বেশ কিছু সময় ভালোই লড়াই করেছিলেন কশা মেন্ডিস। অধিনায়ক করুনারত্নে মাত্র ৩ রানের জন্য শতক বঞ্চিত হন।

    মূলত তার বিদায়ের পরই ভেঙে পড়ে লঙ্কানদের জয়ের আশা। ম্যাথিউস, সিরিবর্ধনে, থিসারাদের ব্যর্থতার পর বোলররাও দাঁড়াতে পারেননি। ম্যাচের একটা পর্যায়ে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত লঙ্কানরা হেরেছে ৮৭ রানের বড় ব্যবধানে।

    আসলে তাদের দাঁড়াতে দেননি মিচেল স্টার্ক, ঝেই রিচার্ডসন। অজিদের হয়ে ৪ উইকেট তুলে নেন স্টার্ক। রিচার্ডসন নেন ৩টি আর ২টি উইকেট গেছে প্যাট কামিন্সের ঝুলিতে।

    এর আগে বিশ্বকাপের ২০তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে তারা সংগ্রহ করে ৩৩৪ রান।

    লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার ভালো শুরু এনে দেন। যদিও ধীরগতির ব্যাটিংয়ে ডেভিড ওর্নার করেন ৪৮ বলে ২৬ রান। উসমান খাজা ব্যার্থ হন। তিনি ২০ বলে ১০ রান করে ধনঞ্জয় ডি সিলভার শিকার হন। এরপর স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন ফিঞ্চ। ১৩২ বলে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ফেরেন উদানার শিকার হয়ে।
    মালিঙ্গার বলে বোল্ড হওয়ার আগে স্মিথ করেন ৭৩ রান। শেষ দিকে শন মার্শ, অ্যালেক্স কারি, প্যাট কামিন্সরা ব্যার্থ হলেও ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ বলে অপরাজিত ৪৬ রান করেন তিনি। আর নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ৩৩৪ রান।

    এ জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেছে অস্ট্রেলিয়া।

    স্কোর:
    অস্ট্রেলিয়া ৩৩৪/৭ (৫০)
    ডেভিড ওয়ার্নার ২৬ (৪৮)
    অ্যারন ফিঞ্চ ১৫৩ (১৩২)
    উসমান খাজা ১০ (২০)
    স্টিভ স্মিথ ৭৩ (৫৯)
    গ্লেন ম্যাক্সওয়েল
    শন মার্ম ৩ (৯)
    অ্যালেক্স কারি ৪ (৩)
    প্যাট কামিন্স ০ (১)
    মিচেল স্টার্ক ৫ (৪)

    বোলার
    লাসিথ মালিঙ্গা ১০-১-৬১-১
    নুয়ান প্রদীপ ১০-০-৮৮-০
    ইসুরু উদানা ১০-০-৫৭-২
    থিসারা পেরেরা ১০-০-৬৭-২
    ধনঞ্জয় ডি সিলভা ৮-০-৪০-২
    মিলিন্ডা সিরিবর্ধনে ২-০-১৭-০

    টার্গেট ৩৩৫।

    শ্রীলঙ্কা ২৪৭/১০ (৪৫.৫)
    দিমুথ করুনারত্নে ৯৭ (১০৮)
    কুশাল পেরেরা ৫২ (৩৬)
    লাহিরু থিরিমান্নে ১৬ (২৬)
    কুশাল মেন্ডিস ৩০ (৩৭)
    অ্যাঞ্জেলো ম্যাথিউস ৯ (১১)
    মিলিন্ডা সিরিবর্ধনে ৩ (৪)
    থিসারা পেরেরা ৭ (৩)
    ধনঞ্জয় ডি সিলভা
    ইসুরু উদানা ৮ (৮)
    লাসিথ মালিঙ্গা ১ (৫)
    নুয়ান প্রদীপ ০ (৭)

    বোলার
    মিচেল স্টার্ক ১০-০-৫৫-৪
    প্যাট কামিন্স ৭.৫-৩৮-২
    জেসন বেহেন্ডর্ফ ৯-০-৫৯-২
    ঝেই রিচার্ডসন ৯-১-৪৭-৩
    গ্লেন ম্যাক্সওয়েল ১০-০-৪৬-০
    অস্ট্রেলিয়া ৮৭ রানে জয়ী।

    সেরা খেরোয়াড় : অ্যারন ফিঞ্চ

    বিএম/এমআর