ফেসবুকের নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র আনুষ্ঠানিক ঘোষণা

    মাস্টার কার্ড, উবার, ভিসা, পেপাল, ভোডাফোনের মতো বিশ্বখ্যাত ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’ চালুর ঘোষণা দিল ফেসবুক।

    মঙ্গলবার (১৮ জুন) ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার অফিশিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা জানান।

    প্রতিষ্ঠানগুলো মিলে ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এই সংগঠনের অধীনেই লিবরার দেখভাল করবে একটি বিশেষজ্ঞ টিম।

    প্রচলিত মুদ্রা অর্থাৎ ডলার, পাউন্ড, টাকা ইত্যাদির মতো, ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা বা বিনিময় মাধ্যম। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়। বিটকয়েন, বিটক্যাশ, মোনেরো, লাইটকয়েন ইত্যাদি বেশ জনপ্রিয় বিটকয়েন।

    লিবরার উদ্দেশ্য সম্পর্কে জুকারবার্গ জানান, লিবরা হবে একটি সহজ অর্থ ব্যবস্থা। যা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে উপকৃত হবেন। ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চুয়াল মুদ্রাটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

    বিএম/এমআর