বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড’১৯ ও কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত

    চট্টগ্রামে জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড-২০১৯ এবং কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ।

    বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড- ২০১৯।

    অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি সারাদেশের বিভিন্ন ক্যাটাগরিতে ১০ পুলিশ সদস্যকে উইমেন অ্যাওয়ার্ড- ২০১৯ প্রদান করেন।

    পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৮ জন উর্ধ্বতন নারী পুলিশ কর্মকর্তা, একজন নারী পুলিশ কনস্টেবল এবং একজন পুরুষ পুলিশ ইন্সপেক্টর ছিলেন।

    বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিশেষ অবদান রাখায় পুলিশের যেসব সদস্য পুলিশ উইমেন অ্যাওয়ার্ড অর্জন করেছেন তারা হলেন, পুলিশ সুপার তাপতুন নাহার, অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সম্পা রাণী সাহা, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মাফুজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, অফিসার ইনচার্জ কতোয়ালী থানা (চট্টগ্রাম) মোহাম্মদ মহসিন, সাব ইন্সপেক্টর জান্নাতুল ফেরদৌস এবং নারী পুলিশ কনস্টেবল নুসরাত জাহান।

    এছাড়া মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের সাবেক রেক্টর প্রয়াত অতিরিক্ত আইজিপি রওশন আরা বেগমকে।

    চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী , চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুনাক সভাপতি হাবিবা জাবেদ।

    স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব আমেনা বেগম।

    স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ নারী পুলিশ সদস্যগণের পেশাদারিত্বমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন, এবং অদুর ভবিষ্যতে বিভিন্ন পুলিশ ইউনিটে আরো বেশি নারী পুলিশ অফিসার পদায়নের নির্দেশনা প্রদান করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নারী পুলিশ সদস্যদের গুরুত্ব তুলে ধরেন।

    অনুষ্ঠান শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুবর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তাগণকে নারীবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

    কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ

    পরবর্তীতে বিকাল ৩.৩০ ঘটিকায় এক বর্ণাঢ্য র‌্যালী শেষে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যকে পুলিশিং কার্যক্রমকে সহযোগিতা করে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

    বিএম/এমআর