ইউএনও’র অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ লবন : জরিমানা

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের আব্বাছিয়া পুল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ লবণ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন এই অভিযানের নেতৃত্ব দেন।

    হাটহাজারী উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে সাধারণ এক ভুক্তভোগী ক্রেতার অভিযোগ পেয়ে আজ পৌরসভার আব্বাইসার পুল এলাকার অভিযান পরিচালনা করি। এসময় মেয়াদোত্তীর্ণ ৫০ কেজি লবন জব্দ করা হয়েছে।

    লবনের প্যাকেটের মেয়াদোত্তীর্ণ লেভেল তুলে নতুন করে তারিখ বসিয়ে সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করার অভিযোগে ৩ দোকানীকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের অপরাধ করবে না মর্মে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।

    এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রুহুল আমিন।

    বিএম/রাজীব সেন.