এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত শর্মা

    এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড করলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত ৫ টি শতক হাকিয়েছে তিনি। এর আগে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার ৪ টি ২০১৫ সালে।

    আজ শ্রীলঙ্কার দেয়া ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন রোহিত। ১৪ চার ও ২ ছক্কায় মাত্র ৯৪ বলে ১০৩ রান করে ফিরে যান তিনি।

    আর এরই সাথে সাকিবকে পিছনে ফেলে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানেরও মালিক হয়ে যান তিনি। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত তার রান ৬৪৭ আর মাত্র ২৭ রান করলেই শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানেরও মালিক বনে যাবেন তিনি।

    বিএম/এমআর