কাজিড় দেউরীতে ছিটানো হয় মশক নিধনের ঔষধ

    মশক নিধনের ঔষধ

    চট্টগ্রাম মেইল : ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম নগরীর কাজির দেউরীর বিভিন্ন এলাকায় ছিটানো হয়েছে মশক নিধনের ঔষধ।

    আজ দুপুর তিনটার সময় কাজির দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় এ কার্যক্রম। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

    ঔষধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গু ও চিকন গুনিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন নির্দেশনামূলক লিফলেট স্থানীয়দের হাতে হাতে বিলি করা হয় এবং চট্টগ্রাম সিটি কপোরেশন কর্তৃক বিনামূল্য রক্ত পরীক্ষা করার জন্য স্থানীয় জনসাধারণকে অবহিত করা হয়।

    এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজ সেবক নাজিম উদ্দীন নাজু, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিপু, সাহেদ হোসেন হিরা, আবুল হাসনাত, সুমন, রানা, টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।

    বিএম/রাজীব..

    আরো: স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিয়েছে