জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩

    ভারতের জম্মু-কাশ্মীরে যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন।

    সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে কিশতোয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, যাত্রী বোঝাই বাসটি শ্রীনগর থেকে ২১০ কিলোমিটার দূরের কেশওয়ান থেকে কিস্টওয়ারের দিকে যাচ্ছিল। মাঝপথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় উল্টে যায় শিরগওরির কাছে পাহাড়ী রাস্তার ধারে খাদে। বাসটি বেশি যাত্রী বহন করার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    কিস্টওয়ারের ডেপুটি কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ২২ জনের মারা যাওয়ার খবর মেলে। এখনো হাসপাতালে ২২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা মৃতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

    বিএম/এমআর