ডেঙ্গুর প্রকোপ বেশী এবার : স্বরাষ্ট্রমন্ত্রী

    রাজধানীতে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপ অন্য বছরের চেয়ে এবার বেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের উদ্যোগ রয়েছে বলেও জানান মন্ত্রী।

    শুক্রবার (১৯ জুলাই) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতা র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ বহনকারী এডিস মশা নিধনে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। ২০০০ সালের প্রথম দিক থেকেই এ রোগের সঙ্গে আমাদের পরিচয় হয়। গেল বছরের আগ পর্যন্ত এটি নিয়ে আমরা তেমন একটা চিন্তিত ছিলাম না। কিন্তু এবার চিন্তার বিষয় আছে। আর তাই এই এডিস মশা নিধনে সরকারের যেসব প্রচেষ্টা ছিল, সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    মন্ত্রী বলেন, বৃষ্টি হলে, কোথাও পানি জমে থাকলে এই মশা সহজে বিস্তার লাভ করে। ভাই আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। নিজেদের আগে সচেতন হতে হবে। তাহলেই এই রোগ ও মশা থেকে আমরা মুক্তি পাব।

    বিএম/এমআর