দাঁতের চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখলেন দন্ত বিভাগের চিকিৎসকরা।

    শনিবার (২৭ জুলাই) বেলা দেড়টার দিকে তাকে দেখেন বঙ্গবন্ধু মেডিকেলের দাতের চিকিৎসকরা।

    জানাগেছে, কড়া পাহারায় খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে বের করা হয়। এরপর তাকে একটি মাইক্রোবাসে করে নেওয়া হয় আরেকটি ব্লকে দন্ত বিভাগে। বেলা সোয়া ২টার দিকে তাকে ফিরিয়ে নেওয়া হয় কেবিন ব্লকে।

    বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়াল বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান অসুস্থ খালেদা জিয়াকে দেখেছেন।

    চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার দাঁতের মাড়িতে ইনফেকশন হয়েছে। যে দাঁতের মাড়িতে ইনফেকশন হয়েছে সেই দাঁতটা ধারালো ছিল। সেটা ভোতা করা হয়েছিলো। এখন সেটা আবার ধারালো হয়ে মাড়িতে ইনফেকশন দেখা দিয়েছে।

    দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য গত ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হয়। এরপর থেকে তিনি এখানে রয়েছেন।

    বিএম/এমআর