প্রথম সেমিতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

    ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ শেষ দল হিসেবে সেমি নিশ্চিত করা নিউজিল্যান্ড। গ্রুপপর্বে শীর্ষে থেকে সেমিতে নামবে টিম ইন্ডিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন।

    গ্রুপ পর্বের দু’দলের একমাত্র ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আর মূল মঞ্চে নামার আগে কিউইদের কাছে প্রস্তুতি ম্যাচে হেরেছিল কোহলি-ধোনিদের দলটি।

    মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে ম্যাচটি।

    আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে কিউইদের থেকে এক ধাপ এগিয়ে ভারত। কিউইদের অবস্থান তৃতীয় স্থানে। অন্যদিকে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের রেটিং পয়েন্ট ১২৩, কিউইদের রেটিং পয়েন্ট ১১২।

    বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৮টি, নিউজিল্যান্ড জয়ী: ৪টি। ভারত জয়ী: ৩টি, পরিত্যক্ত: ১টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ১০৭টি, নিউজিল্যান্ড জয়ী: ৪৫টি। ভারত জয়ী: ৫৫টি। ড্র: ১টি, ম্যাচ পরিত্যক্ত: ৬টি।

    একটি করে পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে দুইদল। নিউজিল্যান্ড দলে টিম সাউদির বদলে দলে এসেছেন লকি ফার্গুসন। অন্যদিকে ভারতীয় দলে কুলদ্বীপ যাদবের জায়গায় দলে এসেছেন যুযভেন্দ্র চাহাল।

    ভারতীয় একাদশ : রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ট, এমএস ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুযভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।

    নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাথ হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

    বিএম/এমআর